kalerkantho


বরিশালে অটোরিকশা শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ

বরিশাল অফিস   

১৮ ডিসেম্বর, ২০১৭ ০০:০০বরিশালে নানা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে ব্যাটারিচালিত অটোরিকশা শ্রমিক-মালিক সংগ্রাম কমিটি। তাদের অন্যতম দাবি হলো, বিকল্প ব্যবস্থা ছাড়া এই রিকশা উচ্ছেদের কার্যক্রম বন্ধ করতে হবে। এসংক্রান্ত প্রয়োজনীয় নীতিমালার দাবিও জানিয়েছে তারা।

গতকাল রবিবার সকালে ব্যাটারিচালিত অটোরিকশা শ্রমিক-মালিক সংগ্রাম কমিটি নগরের অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন ও সমাবেশ করে। তাতে সভাপত্বিত করেন কমিটির সভাপতি শাজাহান মিস্ত্রি। বক্তারা বলেন, বরিশালে প্রায় পাঁচ হাজার ব্যাটারিচালিত অটোরিকশাচালক রয়েছে। এই রিকশাই তাদের একমাত্র আয়ের উৎস।

সমাবেশে অন্যদের মধ্যে বাসদ বরিশাল শাখার সদস্যসচিব ডা. মনিষা চক্রবর্তী, জেলা ছাত্র ফ্রন্ট সাংগঠনিক সম্পাদক নিলিমা জাহান, ইমরান হাবীব রুমন, মহসীন মীর, দুলাল মল্লিক, বাবুল হোসেন, শহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।

সমাবেশ ও মানববন্ধন শেষে আন্দোলনকারীরা দাবি আদায়ে সিটি করপোরেশনের মেয়রকে স্মারকলিপি দেয়।মন্তব্য