kalerkantho


মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিল দুই সিটি করপোরেশন

নিজস্ব প্রতিবেদক   

১৪ ডিসেম্বর, ২০১৭ ০০:০০মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল বুধবার রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও পুনর্মিলনী অনুষ্ঠানের এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে ডিএনসিসি মেয়র আনিসুল হক ও শিল্পী আবদুল জব্বারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে বেশ কিছু দাবি তোলা হয়। এর মধ্যে রয়েছে তাঁদের হোল্ডিং ট্যাক্স মওকুফ, মুক্তিযোদ্ধাদের নামে রাস্তাঘাটের নামকরণ ও আজীবনের জন্য কবরস্থানের জায়গা দেওয়া ইত্যাদি। অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি ডিএসসিসির মেয়র সাঈদ খোকন সঙ্গে সঙ্গেই বেশির ভাগ দাবি মেনে নেন। তিনি বলেন, ‘রাজধানীতে মুক্তিযোদ্ধাদের এক হাজার ৫০০ স্কয়ার ফুটের বাসস্থানের হোল্ডিং ট্যাক্স ইতিমধ্যে মওকুফ শুরু হয়েছে। জুরাইনে মুক্তিযোদ্ধাদের জন্য কবরস্থানের জায়গা করা হয়েছে। প্রয়োজনে আজিমপুরেও হবে।’ রাস্তাঘাটের নামকরণের জন্য আবেদন আহ্বান করেন ডিএসসিসির এই মেয়র। তিনি বলেন, ‘এই মুক্তিযোদ্ধারা না হলে বাংলাদেশের জন্ম হতো না। একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে তাঁদের এই সামান্য দাবি কোনো ব্যাপারই না।’ ডিএসসিসির সব পাবলিক টয়লেট মুক্তিযোদ্ধাদের জন্য বিনা মূল্যে ব্যবহারের সুযোগ দেওয়ার ঘোষণা দেন তিনি।মন্তব্য