kalerkantho


তরুণদের সচেতন করতে ‘ইন্টারনেট ফর ইউ’

জাকারিয়া জামান   

১৪ ডিসেম্বর, ২০১৭ ০০:০০তরুণদের সচেতন করতে ‘ইন্টারনেট ফর ইউ’

রাজধানীর উত্তরায় ট্রাস্ট কলেজে গতকাল রবির আয়োজনে ‘ইন্টারনেট ফর ইউ’ শীর্ষক সেফ ইন্টারনেট প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ছবি : কালের কণ্ঠ

তরুণ শিক্ষার্থীদের সচেতন করতে কালের কণ্ঠ’র সহযোগিতায় রবি আয়োজন করেছিল সেফ ইন্টারনেট প্রশিক্ষণ কর্মশালা ‘ইন্টারনেট ফর ইউ’। গতকাল বুধবার রাজধানীর উত্তরার ট্রাস্ট কলেজের দুই শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে আয়োজনটিতে সার্বিক সহযোগিতা করেছেন কালের কণ্ঠ শুভসংঘের সদস্যরা। রবির কমিউনিকেশনস অ্যান্ড করপোরেট রেসপনসিবিলিটির ম্যানেজার শফিকুর রহমান ভূইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন কথাসাহিত্যিক ও কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, রবির চিফ করপোরেট অ্যান্ড পিপল অফিসার মতিউল ইসলাম নওশাদ, ট্রাস্ট কলেজের অধ্যক্ষ বশির আহমেদ ভূইয়া, কালের কণ্ঠ’র বিজ্ঞাপন বিভাগের নির্বাহী পরিচালক জেড এম আহমেদ প্রিন্স, রবির কমিউনিকেশনস অ্যান্ড করপোরেট রেসপনসিবিলিটির ভাইস প্রেসিডেন্ট ইকরাম কবীর, জেনারেল ম্যানেজার মুহাম্মদ তৌফিকুজ্জামান চৌধুরী, ম্যানেজার নাদিয়া খন্দকার ও কালের কণ্ঠ’র বিজ্ঞাপন বিভাগের এজিএম মঞ্জুর হোসাইন। শিক্ষার্থীদের সেফ ইন্টারনেট ব্যবহার বিষয়ে মতিউল ইসলাম নওশাদ বলেন, ‘ইন্টারনেটের কল্যাণে আজ আমরা বিশ্বকে হাতের মুঠোয় পেয়েছি। ইন্টারনেটের কল্যাণমূলক অনেক ব্যবহারের পাশাপাশি এর কিছু অপব্যবহার আমাদের তরুণ প্রজন্মের জন্য ক্ষতির কারণ। আমরা আজকে এখানে তোমাদের সেই ক্ষতিকর দিকগুলো নিয়ে ধারণা দিতে এসেছি। আমরা সবাই একটু সচেতন হলে ইন্টারনেটের অপব্যবহার রোধ করতে পারব। এতে করে নতুন অনেক উদ্ভাবনের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে এই প্রজন্মের শিক্ষার্থীরা।’ ট্রাস্ট কলেজের শিক্ষার্থীদের সচেতন করতে এমন আয়োজনের জন্য কালের কণ্ঠ ও রবিকে ধন্যবাদ জানান বশির আহমেদ ভূইয়া। গল্পের ছলে শিক্ষার্থীদের শিক্ষামূলক কিছু কথা বলেন ইমদাদুল হক মিলন। তিনি বলেন, ‘নতুন প্রজন্মের এই আলোকিত মুখগুলোই আমাদের দেশকে আলোকিত করবে। খারাপকে বর্জন আর কল্যাণকর যেকোনো কিছুকে গ্রহণ করে দেশকে এগিয়ে নিয়ে যাবে তোমরাই। ইন্টারনেট যেমন আমাদের অনেক কিছু দিয়েছে এর বিপরীতে মাঝে মাঝে কিছু অপব্যবহারও হয়েছে। নতুন প্রজন্মকে এর অপব্যবহার সম্পর্কে জানতে হবে। ইন্টারনেট ব্যবহার করে কিভাবে সুফল পাওয়া যায় সেই বিষয়গুলো জানাতেই এই আয়োজন।’ সবশেষে বর্তমান সময়ে ইন্টারনেট ব্যবহারের নানা সুবিধা নিয়ে শিক্ষার্থীদের একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন শফিকুর রহমান ভূইয়া। এ ছাড়া ইন্টারনেট সম্পর্কে নানা প্রশ্নের উত্তর দিয়ে শিক্ষার্থীরা জিতে নেয় টি-শার্ট ও পেনড্রাইভ।মন্তব্য