kalerkantho


অতিরিক্ত সচিব হলেন ১৩০ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক   

১২ ডিসেম্বর, ২০১৭ ০০:০০সরকারের ১৩০ কর্মকর্তাকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ১২৮ কর্মকর্তাকে যুগ্ম সচিব থেকে পদোন্নতি দেওয়া হয়। যুক্তরাষ্ট্র হাইকমিশনের কমার্শিয়াল কাউন্সিলর বেগম শরিফা খান ও যুক্তরাজ্য দূতাবাসের ইকোনমিক মিনিস্টার শাহাবুদ্দিন পাটোয়ারীও এই তালিকায় আছেন।

গতকাল সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব সৈয়দা ফারহানা কাউনাইন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। রেওয়াজ অনুযায়ী পদোন্নতির পর এই ১২৮ কর্মকর্তাকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে। এবার অতিরিক্ত সচিব পদে নবম ও দশম ব্যাচের কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া হয়েছে। এ ছাড়া ১৯৮২, ১৯৮৪, ১৯৮৫ ও ১৯৮৬ ব্যাচের বাদ পড়া কয়েকজনও পদোন্নতি পেয়েছেন। গতকাল সোমবারের পদোন্নতির পর অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিবের সংখ্যা দাঁড়িয়েছে যথাক্রমে ৫৬০ জন ও ৬৫৩ জনে।মন্তব্য