ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে আওয়ামীপন্থী ‘নীল দল’। নির্বাচনে ১৫টি পদের মধ্যে ১৪টিতেই জয় পেয়েছে তারা। একটি পদে জিতেছে বিএনপিপন্থী ‘সাদা দল’। আগের বছর সব পদেই জয় পায় নীল দল।
গতকাল সোমবার বিশ্ববিদ্যালয় শিক্ষক ক্লাবে নির্বাচন হয়। অন্যান্য বছর বামপন্থী শিক্ষকদের ‘গোলাপী প্যানেল’ প্রার্থী দিলেও এবার দেয়নি। বিকেলে নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও রসায়ন বিভাগের অধ্যাপক তোফায়েল আহমেদ চৌধুরী। তিনি জানান, দুই হাজার ১০ জন ভোটারের মধ্যে এক হাজার ৫০২ জন ভোট দিয়েছেন। ৯৪৯ ভোট পেয়ে সভাপতি হয়েছেন আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক মাকসুদ কামাল। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ব্যবসা শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম।
নীল দল থেকে সহসভাপতি পদে উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. ইমদাদুল হক, যুগ্ম সম্পাদক পদে ইংরেজি বিভাগের অধ্যাপক তাজিন আজিজ চৌধুরী, কোষাধ্যক্ষ পদে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ জয়ী হয়েছেন।
সদস্য পদে নীল দল থেকে অধ্যাপক চন্দ্রনাথ পোদ্দার, জিনাত হুদা, অধ্যাপক মুহাম্মাদ সামাদ, অধ্যাপক মো. আফতাব আলী শেখ, অধ্যাপক মো. জিয়াউর রহমান, অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া, অধ্যাপক সাদেকা হালিম, অধ্যাপক সাবিতা রিজওয়ানা রহমান ও অধ্যাপক সৌমিত্র শেখর দে জয়ী হন। সাদা দল থেকে অধ্যাপক ড. মো. হাসানুজ্জামান সদস্য পদে নির্বাচিত হয়েছেন।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের