kalerkantho


আজ হালকা বৃষ্টি হতে পারে চট্টগ্রাম ও সিলেটে

নিজস্ব প্রতিবেদক   

১২ ডিসেম্বর, ২০১৭ ০০:০০দেশে টানা বৃষ্টিপাতের আবহের পরিবর্তন হচ্ছে। বৃষ্টিপাত কমে কুয়াশা বেড়ে যাবে। আজ মঙ্গলবার চট্টগ্রাম ও সিলেটাঞ্চলে কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস থেকে এসব তথ্য জানা গেছে। গতকাল রাজধানী ঢাকার আকাশ মেঘলা ছিল। টানা বৃষ্টিপাতের রেশ কেটেছে। তবে আগে বৃষ্টিপাতের ফলে জমে থাকা পানি না সরায় রাজধানীর অলিগলিতে হেঁটে চলাচলও ছিল কষ্টকর।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসের তথ্যানুসারে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তত্সংলগ্ন এলাকায় অবস্থারত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল লঘুচাপে রূপ নিয়ে গতকাল তা দেশের পূর্বে ও তার আশপাশে অবস্থান করছিল। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিত অংশ বিহার ও তার আশপাশে অবস্থান করছিল। আজ মঙ্গলবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু স্থানে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। দেশের অন্যান্য স্থান আংশিকভাবে মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আজ সকালে কুয়াশা পড়বে বেশির ভাগ স্থানে। আগামী চার দিনের মধ্যে আবহাওয়ার তেমন বড় কোনো পার্থক্য লক্ষ করা যাবে না।

সহকারী আবহাওয়াবিদ মিজানুর রহমান জানান, দেশের বেশির ভাগ জেলা প্রধানত শুষ্ক থাকবে।মন্তব্য