kalerkantho

গওহর রিজভী বললেন

গণমাধ্যমে কেউ হস্তক্ষেপ করলে তার দায় ব্যক্তির

নিজস্ব প্রতিবেদক   

৮ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেগণমাধ্যমে হস্তক্ষেপ করার কোনো নির্দেশনা সরকারের পক্ষ থেকে কাউকে দেওয়া হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. গওহর রিজভী।

গতকাল বৃহস্পতিবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার-২০১৭ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ধানমণ্ডিতে টিআইবি কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে অনুসন্ধানী সাংবাদিকতার জন্য এবার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার পাঁচজন সাংবাদিককে পুরস্কার এবং চারজন চিত্রগ্রাহককে সম্মাননা দেওয়া হয়। পুরস্কার পাওয়া পাঁচ সাংবাদিক হলেন প্রথম আলোর অরূপ রায়, খুলনার এইচ এম আলাউদ্দিন, মাছরাঙা টেলিভিশনের বদরুদ্দোজা বাবু, ইনডিপেনডেন্ট টেলিভিশনের সবুজ মাহমুদ এবং চ্যানেল টোয়েন্টিফোরের মো. জাহিদ মামর ইসলাম সাদ।

মন্তব্য