kalerkantho


সিলেটে কর্মী সমাবেশ

আগামী নির্বাচনে বিভেদ ভুলে যেতে হবে : নাহিদ

সিলেট অফিস   

৬ ডিসেম্বর, ২০১৭ ০০:০০আগামী নির্বাচনে দলকে জেতাতে নেতাকর্মীদের সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেছেন, ‘দলের মধ্যে কোনো বিরোধ থাকা চলবে না। আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’

গতকাল মঙ্গলবার সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য নেতাকর্মীদের উদ্দেশে নাহিদ বলেন, ‘বর্তমান সরকারকে আবারও ক্ষমতায় বসাতে হবে। তাহলে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণসহ আমরা উন্নত রাষ্ট্রের দিকে এগোতে পারব।’

বিএনপি-জামায়াতের সমালোচনা করে নাহিদ বলেন, মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী একটি চক্র দেশের উন্নয়ন চায় না। তারা দেশকে বারবার উন্নয়নের মহাসড়ক থেকে নামিয়েছে। আওয়ামী লীগ উন্নয়ন কর্মকাণ্ড শুরু করে; কিন্তু সরকারের ধারাবাহিকতা না থাকায় বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় এসে অনিয়ম দুর্নীতির মাধ্যমে দেশের বারোটা বাজায়।

কুশিয়ারা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি আব্দুল কাদির। আরো বক্তব্য দেন বাদেপাশা ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোস্তাক আহমদ, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য সৈয়দ মিছবাউদ্দিন, আওয়ামী লীগ নেতা আব্বাস উদ্দিন, শরীফগঞ্জ ইউপি চেয়ারম্যান এম এ মুহিত হীরা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ ও ছাত্রলীগ নেতা আব্দুস সামাদ।মন্তব্য