kalerkantho


সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু

সিলেট অফিস   

২৫ নভেম্বর, ২০১৭ ০০:০০সিলেটে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন পাঁচজন। তাঁদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন নগরের উপশহর এলাকার বাসিন্দা হোসাইন আহমদ (৫০) এবং ওসমানীনগর উপজেলার ইসলামপুরের বাসিন্দা অরুণ চন্দ্র ঘোষ (৫২)।

পুলিশ জানায়, গতকাল শুক্রবার ভোর ৬টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বরের কাছে পথচারী হোসাইন আহমদকে একটি পিকআপ ভ্যান ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সকাল পৌনে ১১টার দিকে মৃত্যু হয় তাঁর। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল।

এদিকে দুপুর পৌনে ১২টার দিকে ওসমানীনগর উপজেলায় থানার সামনে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে অটোরিকশা চালকসহ আহত হন ছয় যাত্রী। তাঁদের মধ্যে অরুণ চন্দ্র ঘোষ হাসপাতালে নেওয়ার পর মারা যান।

দুর্ঘটনায় আহতরা হলেন ফজলু মিয়া (৪৫), রিয়ান আলী (৪৫), জয়তুন নেছা (৬২), সাবিনা বেগম (৪০) ও নাসিমা বেগম (৩৬)। সবাই ওসমানীনগর উপজেলার ইসলামপুরের বাসিন্দা।মন্তব্য