kalerkantho


সাইবার স্পেস সম্মেলনে পলক

২০২১ সালের মধ্যে দেশে শতভাগ ইন্টারনেট

নিজস্ব প্রতিবেদক   

২৫ নভেম্বর, ২০১৭ ০০:০০২০২১ সালের মধ্যে বাংলাদেশকে শতভাগ ইন্টরনেট এবং ৫০ শতাংশ ব্রডব্যান্ড সংযোগের আওতায় আনার লক্ষ্যমাত্রার কথা জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ পলক। তিনি বলেন, ‘এর মাধ্যমে আমরা ২০২১ সালের মধ্যে হার্ডওয়্যার, সফটওয়্যার এবং গবেষণা ও উন্নয়ন খাত থেকে পাঁচ বিলিয়ন ডলার আয় করতে সক্ষম হব।’ এ লক্ষ্যে বাংলাগভনেট, ইনফো সরকার-৩, কানেকটেড বাংলাদেশ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে বলেও জানান তিনি।

গত বৃহস্পতিবার রাতে ভারতের নয়াদিল্লিতে ‘গ্লোবাল সাইবার স্পেস কনফারেন্স-২০১৭’ একটি অধিবেশনে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। গতকাল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয় জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের ইলেকট্রনিক্স, তথ্য-প্রযুক্তি ও পর্যটন প্রতিমন্ত্রী আলফনস কান্নান থানম, ঘানার যোগাযোগমন্ত্রী অশরুলা ওয়োসু-একুফুল এবং আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন সংস্থার মহাপরিচালক হাওলিন ঝাও অনুষ্ঠানে বক্তব্য দেন। সম্মেলনে প্রায় ২০টি দেশের তথ্য-প্রযুক্তিবিষয়ক মন্ত্রী এবং ১৩৬ দেশের আলোচক বিভিন্ন সেশনে অংশ নেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার সকালে সম্মেলন উদ্বোধন করেন।মন্তব্য