kalerkantho


বরিশালে ৬ দফা দাবিতে দোকান শ্রমিকদের মানববন্ধন

বরিশাল অফিস   

২৫ নভেম্বর, ২০১৭ ০০:০০সাপ্তাহিক ছুটি কার্যকর করাসহ ছয় দফা দাবিতে বরিশালে মানববন্ধন করেছে মহানগর দোকান কর্মচারী ইউনিয়ন। গতকাল শুক্রবার সকাল ১০টায় বরিশাল নগর ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। অন্য দাবিগুলো হলো নিয়োগপত্র প্রদান, সার্ভিস বই প্রদান, শ্রমিক নির্যাতন ও ছাঁটাই বন্ধ করা।

সংগঠনের সভাপতি স্বপন দত্তের সভাপতিত্বে বক্তব্য দেন কমিউনিস্ট পার্টি বরিশাল জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট এ কে আজাদ, ওয়ার্কার্স পার্টির নেতা নিপেন্দ্র নাথ বাড়ৈ, আবুল বাসার আকন, এনামুল হক, হারুন সিকদার, মো. সাইদুর রহমান, নবীন আহম্মেদ, জে কে মুকুল, হোটেল কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক বাবুল মিয়া প্রমুখ।মন্তব্য