kalerkantho


নাটোরে বিএনপির কর্মিসভায় হামলা ও খাবার লুট

নাটোর প্রতিনিধি   

২৫ নভেম্বর, ২০১৭ ০০:০০নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া বাজারের কাছে বিএনপির কর্মিসভায় হামলা ও খাবার লুটের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার দুপুর ২টায় সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের দিঘাপতিয়া বাজারসংলগ্ন কালাম চেয়ারম্যানের বাড়িতে আয়োজিত কর্মিসভায় এ ঘটনা ঘটে। বিএনপির অভিযোগ, যুবলীগের কর্মীরা এ হামলা চালিয়েছে।

নাটোর জেলা তাঁতী দলের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, শুক্রবার দুপুরে ২ নম্বর ওয়ার্ড বিএনপি পূর্ব নির্ধারিত কর্মিসভা শুরুর প্রস্তুতিকালে যুবলীগের কর্মী মানিকের নেতৃত্বে ২৫-৩০ জনের একদল যুবক সভাস্থলে প্রবেশ করে। তারা চেয়ার-টেবিল ভাঙচুর করা শুরু করে। একপর্যায়ে কর্মিসভায় আগত নেতাকর্মীদের জন্য তিনটি বস্তায় রাখা দেড় শতাধিক প্যাকেট খাবার এবং দুই শতাধিক পানির বোতল লুট করে নিয়ে যায়। তবে এ ঘটনায় বিএনপির কোনো নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

এ ব্যাপারে যুবলীগকর্মী মানিক বলেন, ‘বিএনপির কোনো কর্মিসভায় হামলা হয়েছে এটা আপনার মুখ থেকেই প্রথম শুনলাম। আমি এ ধরনের কোনো ঘটনায় যাইনি। যাওয়ার প্রশ্নই ওঠে না।’

এ ব্যাপারে নাটোর সদর থানার ওসি সিকদার মশিউর রহমান বলেন, ‘এ ধরনের কোনো ঘটনা ঘটছে বলে আমার জানা নেই।’

 মন্তব্য