kalerkantho


জমি দখলে গিয়ে মারধরের শিকার আ. লীগ নেতা

বরিশাল অফিস   

২৫ নভেম্বর, ২০১৭ ০০:০০বরিশালে অন্যের জমি দখল করতে গিয়ে আওয়ামী লীগের স্থানীয় এক নেতা ও তাঁর সহযোগীরা মারধরের শিকার হয়েছেন। এ ছাড়া এলাকাবাসী তাঁদের পুলিশের হাতে তুলে দিয়েছে। গত বুধবার মধ্যরাতে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর গ্রামে সৈয়দ হোসেন আহমেদ মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশের হাতে আটক দুই নেতা হলেন রহমতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শহীদ মল্লিক ও সদস্য আ. হাই মুন্সি। সৈয়দ হোসেন আহমেদ মাস্টারের ভাষ্য, যে জমি নিয়ে ঘটনা, সেটি তাঁর নিজের। তিনি দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করছেন। কিন্তু ওই জমি দখল করতে দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন আ. হাই মুন্সি।

আহমেদ মাস্টার দাবি করেন, ‘এ অবস্থায় শহীদ মল্লিকসহ অর্ধশত ক্যাডার নিয়ে বুধবার মধ্যরাতে আমার বাড়িতে হামলা চালায় আ. হাই মুন্সি। তাঁরা বসতঘর ভেঙে একটি ট্রলিতে নিয়ে যাওয়ার চেষ্টা করে।মন্তব্য