kalerkantho


সিলেটে শতবর্ষ উদ্‌যাপনের সমাপনীতে বক্তারা

রুশ বিপ্লব আজও পৃথিবীর শ্রমজীবীদের মুক্তির প্রেরণা

সিলেট অফিস   

২৫ নভেম্বর, ২০১৭ ০০:০০সমাজতান্ত্রিক রুশ বিপ্লবের শততম বার্ষিকীর সমাপনী সভায় বক্তারা বলেছেন, ‘পুঁজিবাদের বিকল্প সমাজতন্ত্র। কিন্তু সমাজতন্ত্রের কোনো বিকল্প নেই।’ তাঁরা বলেন, আজ হয়তো সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়েছে; কিন্তু সমাজতন্ত্র ভেঙে পড়েনি, পতনও হয়নি। রুশ বিপ্লব আজও পৃথিবীর সব শ্রমজীবী মানুষের মুক্তির অনুপ্রেরণা।

গতকাল শুক্রবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমাজতান্ত্রিক রুশ বিপ্লবের শততম বার্ষিকীর বছরব্যাপী উদ্‌যাপনের সমাপনী অনুষ্ঠান বক্তারা এসব কথা বলেন। সমাপনী অনুষ্ঠান উপলক্ষে এ আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সমাজতান্ত্রিক রুশ বিপ্লবের শতবর্ষ উদ্‌যাপন কমিটি সিলেট।

আলোচনাসভায় সভাপতিত্ব করেন আয়োজক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট বেদানন্দ ভট্টাচার্য। কমিটির সদস্যসচিব অধ্যাপক ড. আবুল কাসেমের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন সিপিবির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু জাফর আহমদ, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার মো. আরশ আলী, জাসদ কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট জেলা সভাপতি লোকমান আহমদ, সাম্যবাদী দলের নেতা আফরোজ আলী, ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা সাধারণ সম্পাদক সিকান্দর আলী, বাসদ সিলেট জেলার সমন্বয়ক কমরেড আবু জাফর প্রমুখ।

 মন্তব্য