kalerkantho


টগি ওয়ার্ল্ড

১৯ নভেম্বর, ২০১৭ ০০:০০হাতের লেখা সুন্দর করতে ছোটবেলা থেকেই সন্তানকে উৎসাহিত করা উচিত। এ লক্ষ্যে টগি ওয়ার্ল্ডের পার্টি রুমে গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ‘লেখার লড়াই’ নামে হাতের লেখা প্রতিযোগিতা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপন্যাসিক সেলিনা হোসেন, বিশেষ অতিথি কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন ও প্রচিত অ্যাডভার্টাইজিংয়ের ম্যানেজিং ডিরেক্টর সাবিনা ইয়াসমিন। আরো উপস্থিত ছিলেন বসুন্ধরা সিটির সিনিয়র ইডি (অ্যাকাউন্টস) শেখ আব্দুল আলীম, বসুন্ধরা এলপি গ্যাস ও বসুন্ধরা সিটির হেড অব মার্কেটিং এম এম জসিম উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে জানানো হয়, প্রতিযোগিতায় অংশ নিতে শিক্ষার্থীদের স্কুলেই টগি ওয়ার্ল্ড বুথ থেকে নিবন্ধন করতে হবে। বিজয়ীদের বিদেশ ভ্রমণের সুযোগ রয়েছে।মন্তব্য