kalerkantho


ফরিদ গাজীর সপ্তম মৃত্যুবার্ষিকী আজ

হবিগঞ্জ প্রতিনিধি   

১৯ নভেম্বর, ২০১৭ ০০:০০ব্রিটিশবিরোধী আন্দোলন, ভাষা আন্দোলনের অন্যতম সৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক, আওয়ামী লীগের সাবেক উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী দেওয়ান ফরিদ গাজীর সপ্তম মৃত্যুবার্ষিকী আজ রবিবার। এ উপলক্ষে ফরিদ গাজীর পরিবারের পক্ষ থেকে সিলেট সদরে এবং হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গ্রামের বাড়িতে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

দেওয়ান ফরিদ গাজী ৮৬ বছর বয়সে ২০১০ সালের ১৯ নভেম্বর রাজধানীর স্কয়ার হাসাপাতালে ইন্তেকাল করেন। তিনি হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসন থেকে তিনবার এবং সিলেট সদর আসন থেকে দুবার সংসদ সদস্য নির্বাচিত হন।

১৯২৪ সালের ১ মার্চ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দিনারপুর পরগনার দেবপাড়া গ্রামে দেওয়ান ফরিদ গাজী জন্মগ্রহণ করেন। ১৯৪৭ সালে তিনি সিলেট এমসি কলেজ থেকে আইএ ও ১৯৪৯ সালে একই কলেজ থেকে স্নাতক পাস করেন। ১৯৪২ সালে ‘কুইট ইন্ডিয়া’ তথা ব্রিটিশ খেদাও আন্দোলনের মাধ্যমে অল ইন্ডিয়া স্টুডেন্টস কংগ্রেসে যোগ দেওয়ার মাধ্যমে তাঁর রাজনৈতিক জীবনের শুরু। ১৯৫২ সালে ভাষা আন্দোলনে সিলেটে নেতৃত্ব দেন তিনি। ১৯৭০ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সিলেট সদর আসন থেকে এমএনএ নির্বাচিত হন।মন্তব্য