kalerkantho


‘বিএনপি নেতা হয়ে শামীম ওসমানকে স্যালুট জানাই’

নারায়ণগঞ্জ প্রতিনিধি   

২০ অক্টোবর, ২০১৭ ০০:০০নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা শামীম ওসমানের ভূয়সী প্রশংসা করেছেন ফতুল্লা থানা বিএনপির নেতারা। গতকাল বৃহস্পতিবার এক জনসভায় থানা বিএনপির সাধারণ সম্পাদক এবং জ্যেষ্ঠ সহসভাপতি বলেন, শামীম ওসমানের মতো অন্য কোনো সংসদ সদস্য ফতুল্লার এত উন্নয়ন করতে পারেননি। 

ডিএনডির জলাবদ্ধতা নিরসনে ৫৫৮ কোটি টাকার কাজ শুরুর প্রাক্কালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানিয়ে কুতুবপুর ইউনিয়নের দেলপাড়া খেলার মাঠে এ জনসভার আয়োজন করা হয়। সেখানে থানা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বিশ্বাস বলেন, ‘শামীম ওসমান নিজ এলাকায় এত উন্নয়ন করেছেন যে আমি একজন বিএনপি নেতা হয়েও তাঁকে স্যালুট জানাই। বিএনপি করি বলে তাঁর উন্নয়নের কথা বলব না—তা হয় না। শামীম ওসমান একজন যোগ্য নেতা। তাঁর যোগ্যতা একটাই; তিনি জনগণের জন্য কাজ করতে চান। তিনি এই আসনে যে উন্নয়ন করেছেন, সেটা অন্য কোনো সরকারের আমলে হয়নি।’

থানা বিএনপির সিনিয়র সহসভাপতি ও কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু বলেন, ‘যে কাজ শামীম ওসমান করেছেন, তা আগের কোনো এমপি করতে পারেননি। শামীম ওসমান নিজের রেকর্ড নিজেই ভাঙতে চলেছেন।’

জনসভায় পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম বলেন, ‘আপনাদের জন্য শামীম ওসমান সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করতে চেয়েছেন। তিনি ডিএনডির মানুষের কষ্টের কথা তুলে ধরে জ্বালাময়ী বক্তৃতা দিয়েছেন। আসলে শামীম ওসমান জানেন, কিভাবে কাজ আনতে হয়।’

ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি সাইফুল্লাহ বাদলের সভাপতিত্বে সমাবেশে অ্যাডভোকেট সানজিদা খাতুন এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা, জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল প্রমুখ উপস্থিত ছিলেন।মন্তব্য