kalerkantho


পিএসসির দুই সদস্যের শপথ

নিজস্ব প্রতিবেদক   

২৬ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০পিএসসির দুই সদস্যের শপথ

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা গতকাল সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে পিএসসির দুই সদস্যকে শপথবাক্য পাঠ করান। ছবি : কালের কণ্ঠ

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য হিসেবে নুরজাহান বেগম এনডিসি ও কাজী সালাউদ্দিন আকবর শপথ নিয়েছেন। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা পিএসসির সদস্য হিসেবে ওই দুজনকে শপথ বাক্য পাঠ করান।

গতকাল সোমবার দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ শপথ পড়ানো হয়। শপথ অনুষ্ঠানে আপিল বিভাগে বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক ও পিএসসির অপরাপর সদস্যরা উপস্থিত ছিলেন।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম।

নুরজাহান বেগম এনডিসি ও কাজী সালাউদ্দিন আকবর অতিরিক্ত সচিব হিসেবে অবসরে যাওয়ার পর সরকার সম্প্রতি তাঁদের পিএসসির সদস্য হিসেবে নিয়োগ দেয়।মন্তব্য