kalerkantho


আল্লামা মাসঊদের সঙ্গে বৌদ্ধ নেতারা

‘অং সানের প্রধান সহযোগী ছিলেন মুসলিম নেতা’

নিজস্ব প্রতিবেদক   

২৩ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও শোলাকিয়া ঈদগাহের ইমাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেছেন, কেবল রাজনৈতিক পদক্ষেপে রোহিঙ্গা সমস্যার সমাধান হবে না। ধর্মীয় নেতাদেরও শান্তির আহ্বান নিয়ে এগিয়ে আসতে হবে। আগুন একজন জ্বালাতে পারলেও সেই আগুন নেভাতে লাগে ১০ জন। কয়েকজন বৌদ্ধ ভিক্ষুর কর্মকাণ্ড প্রতিরোধে সর্বস্তরের বৌদ্ধ ধর্মাবলম্বীদের এগিয়ে আসা উচিত।

গতকাল শুক্রবার বিকেলে বৌদ্ধ ধর্মগুরুদের সঙ্গে নিজ বাসভবনে মতবিনিময়ের সময় ফরীদ উদ্দীন মাসঊদ এসব কথা বলেন। বৌদ্ধ ধর্মগুরুদের নেতৃত্বে ছিলেন ঢাকায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের প্রধান ভান্তে ধর্মমিত্র মহাথেরো। এ সময় তাঁরা ভারতবর্ষের সামপ্রদায়িক সমপ্রীতি নিয়ে আলোচনা করেন। আল্লামা মাসঊদ অতীতের সামপ্রদায়িক সমপ্রীতির দৃষ্টান্ত তুলে ধরে বলেন, ‘মিয়ানমারের জাতির জনক জেনারেল অং সানের প্রধান সহযোগী আব্দুর রশীদ একজন মুসলিম ছিলেন। জেনারেল অং সানের সঙ্গে তাঁকেও হত্যা করা হয়। আজ কেন তাদের মধ্যে বিভেদ থাকবে?’মন্তব্য