kalerkantho


মুন্সীগঞ্জে ছেলের হাতে মা খুন!

মুন্সীগঞ্জ প্রতিনিধি   

২২ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০মুন্সীগঞ্জে ছেলের হাতে জাহানারা বেগম (৬০) নামের এক নারী খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে শহরের ইদ্রাকপুরে এ ঘটনা ঘটে। অভিযুক্ত রতন শেখকে (৩৩) পুলিশ আটক করেছে।

জাহানারা বেগমকে বাঁচাতে গিয়ে তাঁর মেয়ে মনি আক্তার গুরুতর আঘাত পেয়েছেন। তাঁকে প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

মনি আক্তার (২৭) বলেন, ‘ঘটনার সময় রতন নেশাগ্রস্ত ছিল। সে মায়ের সঙ্গে কথাকাটাকাটি শুরু করে। একপর্যায়ে বঁটি দিয়ে কোপাতে থাকে। ঠেকাতে গেলে আমার হাতে কোপ মারে।’ প্রতিবেশীরা জানায়, রতন উগ্র স্বভাবের। প্রায়ই নেশাগ্রস্ত অবস্থায় বাসায় ফিরত।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক সাবিত ইবনে আবদুল্লাহ জানান, মনির ডান হাতে কোপ লেগেছে। হাড় কেটে গেছে। চিকিৎসার জন্য তাঁকে ঢাকা পাঠানো হয়েছে। আর জাহানারা বেগমের লাশ রাখা হয়েছে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে।

সদর থানার ওসি মো. আলমগীর হোসাইন জানান, রতন এলাকায় বখাটে হিসেবে পরিচিত। সে দর্জির কাজ করত বলে জানা গেছে। তবে কী কারণে নিজের মাকে হত্যা করেছে, তা এখনো জানা যায়নি।মন্তব্য