kalerkantho


চট্টগ্রাম মেডিক্যালে আরো চার রোহিঙ্গা ভর্তি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

২২ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০এবার জন্ডিস ও জ্বরে আক্রান্ত হয়ে চার রোহিঙ্গা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। গত বুধবার রাত থেকে গতকাল বৃহস্পতিবারের মধ্যে তাঁরা সেখানে ভর্তি হন। এর আগে ভর্তি হওয়া রোহিঙ্গারা গুলি ও স্থলমাইনে আহত হয়েছিলেন। চার রোহিঙ্গা ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক আলাউদ্দিন তালুকদার। তিনি জানান, বুধবার রাতে ভর্তি হয়েছেন মো. হোসেন (৫০)। এরপর ভর্তি হয়েছেন নজির হোসেন (৫০)। বৃহস্পতিবার সকালে মাথায় আঘাত নিয়ে ভর্তি হন মো. জাকির হোসেন (২৮) ও রাজিয়া খাতুন।মন্তব্য