kalerkantho


খুলনার সঙ্গে ভিডিও কনফারেন্স

নারীর ক্ষমতায়নে সচল চিত্র তথ্য মন্ত্রণালয়ে

নিজস্ব প্রতিবেদক   

১৪ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০নারীর ক্ষমতায়নে সচল চিত্র তথ্য মন্ত্রণালয়ে

গতকাল তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষ থেকে খুলনা জেলা প্রশাসক কার্যালয়ে নারীর ক্ষমতায়ন শীর্ষক ভিডিও কনফারেন্স। ছবি : পিআইডি

খুলনার একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিক পারভীন আক্তার বলছিলেন কিভাবে সেখানকার নারীসমাজে জাগরণ এসেছে; সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ভিডিও কনফারেন্সে তাঁকে দেখাচ্ছিল প্রত্যয়ী। বেতারের সরাসরি সম্প্রচারে তাঁর কণ্ঠের উচ্ছ্বাস ছড়িয়ে পড়ছিল দেশব্যাপী। এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘অডিও-লাইভে’ তাঁকে শোনা যাচ্ছিল বিশ্বব্যাপী।

শুধু পারভীন আক্তার নন, প্রধানমন্ত্রীর ১০ বিশেষ উদ্যোগ প্রচারের অংশ হিসেবে গতকাল বুধবার দুপুরে নারীর ক্ষমতায়ন বিষয়ে নারীদের স্বাবলম্বী হওয়ার নজির তুলে ধরে তথ্য মন্ত্রণালয়। নারীদের স্বাবলম্বী হওয়ার আদ্যোপান্ত তুলে ধরেন মহিলাবিষয়ক কর্মকর্তা নার্গিস জামিল, তথ্য অধিদপ্তরের সিনিয়র তথ্য অফিসার জিনাত আরা, অতিরিক্ত পুলিশ সুপার সোনালী সেন, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক রুশো আক্তার, সমাজসেবক নারীনেত্রী হালিমা খাতুন প্রমুখ।

গতকাল খুলনা জেলা প্রশাসক কার্যালয়ে নারী সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে তথ্য মন্ত্রণালয় থেকে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন তথ্যসচিব মরতুজা আহমদ। দুই ঘণ্টাব্যাপী চলা সম্মেলনে অংশ নেন খুলনার প্রায় আড়াই শ নারী প্রতিনিধি। দুপুর ১২টায় শুরু হওয়া ভিডিও সম্মেলনটি বাংলাদেশ বেতারের ঢাকা কেন্দ্র থেকে এএম ও এফএম ব্যান্ডে এবং বেতারের ফেসবুক পাতায় (—ননফযধশধ) সরাসরি সম্প্রচারিত হয়।

সম্মেলনে তথ্যসচিব মরতুজা আহমদ বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধুর ক্ষুধা-দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ার আজন্ম লালিত স্বপ্নকে বাস্তব রূপ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ, রূপকল্প-২০২১ ও ২০৪১-এর পথে দেশকে এগিয়ে নিচ্ছেন। এর সঙ্গে রয়েছে তাঁর ১০টি বিশেষ উদ্যোগ, যা উন্নয়নের সম্ভার পৌঁছে দিচ্ছে মানুষের দোরগোড়ায়। আর নারী ক্ষমতায়ন এ ১০ উদ্যোগের অন্যতম, যা নারী-পুরুষকে সমান তালে দেশ গড়তে অগ্রণী করছে।’

তথ্য মন্ত্রণালয়ে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. জাকির হোসেনের সভাপতিত্বে এ সময় প্রধান তথ্য কর্মকর্তা কামরুন নাহার, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান সম্পাদক আবুল কালাম অজাদ, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবদের মধ্যে মো. নাসির উদ্দিন আহমেদ, রোকসানা মালেক, মো. মনজুরুর রহমান, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস এম হারুন-অর-রশীদ এবং খুলনা জেলার সিনিয়র তথ্য অফিসার মো. জাভেদ ইকবালের পরিচালনায় ডেপুটি কমিশনারের কার্যালয়ে খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার ফারুক হোসেন, অতিরিক্ত ডেপুটি কমিশনার (সার্বিক) মো. জাহাঙ্গীর হোসেন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুবীর কুমার রায়, বাসস প্রতিনিধি এস এম জাহিদ হোসেন প্রমুখ সম্মেলনে অংশ নেন।মন্তব্য