kalerkantho


যশোরে স্পিনিং মিলে অগ্নিকাণ্ড

‘৪ কোটি টাকার ক্ষতি’

বিশেষ প্রতিনিধি, যশোর   

১৩ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০যশোর সদর উপজেলার বসুন্দিয়া পদ্মবিলায় নর্থ সাউথ স্পিনিং মিলে গতকাল মঙ্গলবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সকাল ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। মিল কর্তৃপক্ষ দাবি করেছে, অগ্নিকাণ্ডে তাদের প্রায় চার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

নর্থ সাউথ স্পিনিং মিলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নান জানান, গতকাল সকাল ১১টার দিকে মিলে শ্রমিকরা কাজ করছিল। এ সময় ব্লু-রুমে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।

ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেওয়া হলে তাদের তিনটি ইউনিট এসে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। তিনি দাবি করেন, মিলে রক্ষিত তুলা ও সুতা পুড়ে গেছে। মেশিনারির ক্ষয়ক্ষতি হয়েছে। সব মিলিয়ে প্রায় চার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

যশোর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার নজরুল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তিনটি ইউনিট নিয়ে তিনি ঘটনাস্থলে হাজির হন। দেড় ঘণ্টা ধরে একটানা চেষ্টা করে আগুন নিভিয়ে ফেলা হয়। তবে ক্ষয়ক্ষতির প্রসঙ্গে নজরুল ইসলাম বলেন, আনুমানিক ক্ষতির পরিমাণ ৫০ থেকে ৭০ লাখ টাকা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।মন্তব্য