ধর্ষণের ঘটনা প্রমাণে প্রয়োজনীয় নতুন আইনের চিন্তা করছে সরকার। গতকাল বুধবার এক আলোচনায় এ কথা জানিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।
রাজধানীর শিশু একাডেমি মিলনায়তনে গতকাল ‘নারী ও শিশু নির্যাতন বন্ধে করণীয়’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগমের (এনডিসি) সভাপতিত্বে সভায় সরকারের বিভিন্ন সংস্থার প্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও সুধীসমাজের প্রতিনিধিরা অংশ নেন।
প্রধান অতিথি মেহের আফরোজ চুমকি বলেন, ‘বাবা যখন মেয়েকে ধর্ষণ করে, তখন সাক্ষীর মাধ্যমে অপরাধ প্রমাণ করা কঠিন হয়ে যায়। এ ক্ষেত্রে নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে অপরাধীকেই। এ ধরনের ধর্ষণের ঘটনা প্রমাণে প্রয়োজনীয় নতুন আইন করার চিন্তাভাবনা করছে সরকার।
প্রতিমন্ত্রী বলেন, সরকার নারী ও শিশুর জন্য একটি নিরাপদ সমাজ নির্মাণে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন। নির্যাতিত নারীর বিচার নিশ্চিত করার পথে সন্দেহাতীতভাবে অপরাধ প্রমাণ করতে না পারা প্রধান বাধা।
সচিব নাছিমা বেগম এনডিসি বলেন, আগে নির্যাতিত নারী পরিবার ও সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে ধর্ষণের ঘটনা গোপন রাখত। নির্যাতিত নারীকে সামাজিকভাবে ভিন্ন চোখে দেখা হতো। বর্তমানে সমাজে একটি ইতিবাচক পরিবর্তন হয়েছে। এখন সমাজ ও পরিবার নির্যাতিত নারীর পাশে দাঁড়াচ্ছে।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের