kalerkantho


বেতাগীতে শিক্ষিকা গণধর্ষণ

তিন দিনের কালো ব্যাজ ধারণ, কর্মসূচি শুরু

নিজস্ব প্রতিবেদক   

২২ আগস্ট, ২০১৭ ০০:০০বরগুনা জেলার বেতাগী উপজেলার উত্তর করুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকাকে গণধর্ষণের প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে তিন দিনের কালো ব্যাজ ধারণ কর্মসূচি শুরু করেছেন শিক্ষকরা। গতকাল সোমবার থেকে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ডাকে এই কর্মসূচি শুরু হয়।

গতকাল সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা প্রতিবাদস্বরূপ গতকাল কালো ব্যাজ পরেন এবং অনেকে মুখে কালো কাপড় বাঁধেন। আজ মঙ্গলবার এবং কাল বুধবার একই কর্মসূচি পালন করবেন প্রাথমিক শিক্ষকরা। এরপর আগামী বৃহস্পতিবার দুপুর ১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এবং সারা দেশের উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে শিক্ষকরা মানববন্ধন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করবেন। সমিতির কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ বলেন, ‘বেতাগীর এই ঘটনায় ছয়জন আসামির মাত্র একজন গ্রেপ্তার হয়েছে। আমরা আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’মন্তব্য