kalerkantho


দুদকের নতুন সচিব শামসুল আরেফিন

নিজস্ব প্রতিবেদক   

২২ আগস্ট, ২০১৭ ০০:০০দুদকের নতুন সচিব শামসুল আরেফিন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মো. শামসুল আরেফিন। তিনি সংস্থাটির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গতকাল সোমবার তাঁকে সচিব হিসেবে নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারির পরপরই নতুন পদে যোগ দেন তিনি।

চাকরির মেয়াদ শেষ হওয়ায় দুদক সচিব আবু মো. মোস্তফা কামালকে অবসরে যাওয়ার সুবিধার্থে গত ১৬ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। তাঁর স্থলাভিষিক্ত হলেন ড. মো. শামসুল আরেফিন।

গতকাল সচিব হিসেবে যোগদানের পর শামসুল আরেফিন কমিশনের সব মহাপরিচালক ও পরিচালক পদমর্যাদার কর্মকর্তার সঙ্গে মতবিনিময় করেন। তিনি সবার সার্বিক সহযোগিতা কামনা করে বলেন, সততা ও নিষ্ঠার সঙ্গে সবাই দায়িত্ব পালন করলে চলমান দুর্নীতিবিরোধী কার্যক্রম সামাজিক আন্দোলনে রূপ নেবে।মন্তব্য