kalerkantho


ঢাকায় জঙ্গি তথ্য সংগ্রহে এনআইএ

নিজস্ব প্রতিবেদক   

১৮ জুলাই, ২০১৭ ০০:০০ভারতের গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির (এনআইএ) তিন সদস্য শনিবার ঢাকায় পৌঁছেছেন। তাঁরা জঙ্গি সোহেল মাহফুজ ওরফে হাতকাটা মাহফুজকে জিজ্ঞাসাবাদ করবেন বলে জানা গেছে। গতকাল সোমবার এনআইএ সদস্যরা পুলিশ সদর দপ্তরে কয়েক ঘণ্টা অবস্থান করে বাংলাদেশের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলাপ করেন।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মনিরুজ্জামান জানান, তিন সদস্যের এনআইএ দলটি গুলশান হামলার ঘটনায় গ্রেপ্তার সোহেল মাহফুজ ওরফে হাতকাটা মাহফুজকে জিজ্ঞাসাবাদ করবে। দুই দেশের জঙ্গিবাদ নির্মূলসংক্রান্ত বিষয়ে এরই মধ্যে তথ্য বিনিময় হয়েছে।

সূত্র জানিয়েছে, জঙ্গি সোহেল মাহফুজের বিষয়ে ভারত গুরুত্বসহকারে তথ্য সংগ্রহ করছে। গত ১৫ জুলাই কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্সের (এসটিএফ) তিন সদস্য ঢাকায় এসেছেন। তাঁরা সোহেল মাহফুজকে জিজ্ঞাসাবাদ করেছেন। ২০১৪ সালের ২ অক্টোবর ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানের খাগড়াগড়ে জেএমবির আস্তানায় বিস্ফোরণে হতাহত ও গ্রেপ্তারকৃতদের সম্পর্কে যাবতীয় বিষয়ে মাহফুজের কাছে জানতে চাওয়া হয়েছে। মাহফুজ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে সূত্রের দাবি।মন্তব্য