kalerkantho


প্রকাশিত সংবাদের একাংশের প্রতিবাদ

১৮ জুলাই, ২০১৭ ০০:০০কালের কণ্ঠে গত ১৩ জুলাই ‘বিএল কলেজের ইতিহাস বিভাগের মৌখিক পরীক্ষার নামে অর্থ আদায়’ শিরোনামে প্রকাশিত সংবাদের একাংশের প্রতিবাদ জানিয়েছেন কলেজের অধ্যক্ষ প্রফেসর সৈয়দ সাদিক জাহিদুল ইসলাম। তিনি ১০৭৩ স্মারক নম্বরে পাঠানো প্রতিবাদলিপিতে বলেন, ‘ইতিহাস বিভাগে অর্থ আদায়ের বিষয়টি জানতে পেরে তাত্ক্ষণিক বিভাগীয় প্রধানকে সমুদয় অর্থ ফেরত ও উপাধ্যক্ষের নিকট ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়। অধ্যক্ষের ওই অর্থের ভাগ পাওয়া ও শিবিরের কোনো সাবেক নেতা বা এ ধরনের শিক্ষকের নির্দেশে কলেজ চলছে—এমন অভিযোগ সত্য নয়। এসব ভিত্তিহীন অভিযোগের তীব্র প্রতিবাদ করছি। এ ধরনের সংবাদে কলেজের সুনাম ক্ষুণ্ন হয়েছে।’

প্রতিবেদকের বক্তব্য : ওই দিন ঘটনাস্থলে উপস্থিত আন্দোলনরত শিক্ষার্থী, শিক্ষকদের সঙ্গে কথা বলে প্রতিবেদন তৈরি করা হয়েছে। সেখানে কালের কণ্ঠ’র নিজস্ব কোনো বক্তব্য উপস্থাপন করা হয়নি।মন্তব্য