kalerkantho


রাজশাহী বিশ্ববিদ্যালয়

শিক্ষক সমিতিতে আওয়ামীপন্থীদের নিরঙ্কুশ জয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

২১ এপ্রিল, ২০১৭ ০০:০০রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষকদের হলুদ প্যানেল নিরঙ্কুশ জয় পেয়েছে। অন্যদিকে ১৫টি পদের সবটিতেই হেরেছে বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক ফোরাম (সাদা প্যানেল)।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে ভোটগ্রহণ শেষে ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অধ্যাপক দিলীপ কুমার মণ্ডল।

তিনি জানান, সভাপতি পদে রসায়ন বিভাগের সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম, সহসভাপতি পদে আইবিএর পরিচালক অধ্যাপক স্বরোচিষ সরকার, কোষাধ্যক্ষ পদে পপুলেশন সায়েন্স বিভাগের অধ্যাপক আব্দুল গনি, সাধারণ সম্পাদক পদে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক রুহুল আমিন ও যুগ্ম সম্পাদক পদে নৃ-বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ফারুক শাহ নির্বাচিত হয়েছেন।

বাকি ১০ সদস্য পদেও জয় পেয়েছে হলুদ প্যানেল। এবারের নির্বাচনে ভোটার ছিলেন এক হাজার ১৪৩ জন। এর মধ্যে ৯৭৪ জন ভোট দিয়েছেন।মন্তব্য