kalerkantho


ফরাসি নাগরিক নিখোঁজ, তথ্য চায় দূতাবাস

কূটনৈতিক প্রতিবেদক   

২১ এপ্রিল, ২০১৭ ০০:০০ফরাসি নাগরিক নিখোঁজ, তথ্য চায় দূতাবাস

ফরাসি ব্যাকপ্যাকার ও সাইক্লিস্ট আর্থার ওঁঞ্জে গত জানুয়ারি মাস থেকে নিখোঁজ রয়েছেন। তাঁর বয়স ২৯ বছর। সর্বশেষ গত ১১ জানুয়ারি তাঁকে ঢাকায় দেখা গিয়েছিল। ঢাকায় ফ্রান্স দূতাবাস ইতিমধ্যে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করেছে।

ফ্রান্স দূতাবাস গতকাল বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে আর্থার ওঁঞ্জের বিষয়ে প্রাসঙ্গিক কোনো তথ্য কারো জানা থাকলে ০১৭১৩০৯০৪৫০ নম্বরে ফোন করে জানাতে অনুরোধ করেছে।

ফ্রান্স দূতাবাস জানায়, আর্থার ওঁঞ্জে হেঁটে ভ্রমণ করতে বা ‘হিচহাইকিং’-এ (অন্যের গাড়িতে করে ঘুরে বেড়াতে) অভ্যস্ত। তিনি বহু দেশ সফরের অংশ হিসেবে বাংলাদেশে এসেছিলেন। তিনি নিখোঁজ হওয়ার পর তাঁর পরিবার গভীর উদ্বেগের মধ্যে রয়েছে।মন্তব্য