kalerkantho


বরিশালে বজ্রপাতে যুবলীগ নেতাসহ দুজনের মৃত্যু

বরিশাল অফিস   

২১ এপ্রিল, ২০১৭ ০০:০০বরিশালে হিজলায় বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। তাঁদের একজন ইদ্রিস বেপারী (৪৫), যিনি স্থানীয় আওয়ামী লীগের নেতা। আমিনুর রহমান (২০) নামের আরেকজন ইটভাটার শ্রমিক। গত বুধবার রাতে বজ্রপাতে মৃত্যু হয় তাঁদের।

ইদ্রিস বেপারী উপজেলার বড়জালিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি ছিলেন। পুলিশ জানিয়েছে, ইদ্রিস বেপারী নিজস্ব ট্রলারে ইটবোঝাই করে বুধবার সকালে শরীয়তপুর যান। সেখান থেকে বিকেলে হিজলার উদ্দেশে রওনা হন। বুধবার রাতে ঝড়ের সঙ্গে শুরু হয় বজ্রপাত। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।মন্তব্য