kalerkantho


দিনাজপুরে বয়লার বিস্ফোরণে আরো একজনের মৃত্যু

রংপুর অফিস ও দিনাজপুর প্রতিনিধি   

২১ এপ্রিল, ২০১৭ ০০:০০দিনাজপুরে বয়লার বিস্ফোরণের ঘটনায় আরিফুল হক (৩০) নামে অগ্নিদগ্ধ আরো একজনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) মৃত্যু হয় তাঁর। এ নিয়ে ওই ঘটনায় তিনজনের মৃত্যু হলো।

গত বুধবার দুপুর ১২টার দিকে দিনাজপুর শহরে যমুনা অটো রাইস মিলের বয়লারে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর ২৩ জনকে এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ১৭ জনকে নেওয়া হয় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে বর্তমানে চিকিৎসাধীন আছেন মুন্না (৩২), রুস্তম (৪৫), মোছাদ্দেক (৫০), রণজিৎ (৫০), শরিফুল (৩০), মুকুল (৪৫), উদয় (৩০), এনামুল (৩৫) শফিকুল (২০), দেলোয়ার (৪০), সাইদুল (৪০), বাদল (৩৫) বীরেন (৩০) ও আনিছুর (৩৫)।

এদিকে ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানকে। আজ শুক্রবার থেকে কমিটির কাজ শুরু করার কথা। প্রতিবেদন জমা দিতে হবে তিন দিনের মধ্যে।মন্তব্য