kalerkantho


সাগরপারে স্থাপিত হচ্ছে বঙ্গবন্ধু চত্বর

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার   

১৮ মার্চ, ২০১৭ ০০:০০কক্সবাজারে জাতির জনকের স্মৃতি ধরে রাখার জন্য সাগরপারে কলাতলিতে স্থাপন করা হচ্ছে ‘বঙ্গবন্ধু চত্বর।’ কক্সবাজারে বহু স্মৃতিবিজড়িত স্থান রয়েছে বঙ্গবন্ধুর। শহরের প্রবেশদ্বার কলাতলি দিয়ে হাজার হাজার পর্যটকের আনাগোনা রয়েছে। এমন গুরুত্বপূর্ণ স্থানেই হচ্ছে চত্বরটি।

গতকাল শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু-কিশোর দিবস উপলক্ষে কক্সবাজারে অয়োজিত অনুষ্ঠানে স্থানীয় এমপি সাইমুম সরওয়ার কমল ‘বঙ্গবন্ধু চত্বর’ স্থাপনের এ ঘোষণা দেন।

কক্সবাজারে বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত অন্যতম স্থান হচ্ছে ইনানী অরণ্যের আদিবাসীপল্লী। ১৯৫৮ সালে সামরিক শাসন জারির পর এবং পরবর্তী সময়ে আগরতলা ষড়যন্ত্র মামলার সময় এখানে কিছুদিন অবস্থান করেছিলেন তিনি। এ ছাড়া ১৯৭৪ সালে জাতির জনকের নির্দেশেই কক্সবাজার সাগরপারের বেষ্টনী ঝাউবীথি বনায়ন করা হয়েছিল।

দিবসটি উপলক্ষে গতকাল সাগরপারের কবিতা চত্বর প্রাঙ্গণে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় এমপি সাইমুম সরওয়ার কমল প্রধান অতিথি ছিলেন। সভায় বক্তব্য দেন কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, পুলিশ সুপার ড. এ কে এম ইকবাল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা প্রমুখ।মন্তব্য