kalerkantho


সাঁতরে মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর যাওয়ার সময় চার বাংলাদেশি গ্রেপ্তার

কালের কণ্ঠ ডেস্ক   

১৬ মার্চ, ২০১৭ ০০:০০অবৈধভাবে সমুদ্রপথে সাঁতরে মালয়েশিয়া থেকে সিঙ্গাপুরে যাওয়ার সময় চার বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে সিঙ্গাপুরের পুলিশ কোস্ট গার্ড (পিসিজি)। মালয়েশিয়ার জলসীমা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। সিঙ্গাপুর কর্তৃপক্ষ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।

গ্রেপ্তার হওয়ার চার বাংলাদেশির বয়স ২৫ বছর থেকে ৪২ বছরের মধ্যে। সিঙ্গাপুর পুলিশ ফোর্স (এসপিএফ) এবং ইমিগ্রেশনস অ্যান্ড চেক পয়েন্টস অথরিটি (আইসিএ) যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ‘মঙ্গলবার রাত ১২টা ২২ মিনিটে সাঙ্গেই তুয়ান সাগরে চার বাংলাদেশিকে চিহ্নিত করা হয়। তাঁদের যেখানে চিহ্নিত করা হয় সে জায়গাটি মালয়েশিয়ার সমুদ্রসীমার মধ্যে পড়ে। তাঁরা সাঁতরে সিঙ্গাপুরের দিকে আসছিলেন। এরপর আমাদের স্থল ও নৌ উভয় বাহিনীকে মোতায়েন করে চারজনকে গ্রেপ্তার করা হয়।’ গ্রেপ্তারকৃতদের ব্যাপারে তদন্ত চলছে বলে জানায় তারা।

আইসিএ এবং পিসিজি জানায়, যাঁরা ভিসার মেয়াদের চেয়ে বেশি দিন অবৈধভাবে সিঙ্গাপুরে থাকেন বা অবৈধভাবে প্রবেশ করেন বা সিঙ্গাপুর ত্যাগ করেন তাঁদের ব্যাপারে সিঙ্গাপুর অত্যন্ত কঠোর পদক্ষেপ নিয়ে থাকে।

সূত্র : স্ট্রেইটস টাইমস।মন্তব্য