kalerkantho


ইনস্টিটিউটের দাবি

গার্হস্থ্য অর্থনীতির শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি অব্যাহত

আজ একই স্থানে মহাসমাবেশ

নিজস্ব প্রতিবেদক   

১৬ মার্চ, ২০১৭ ০০:০০ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে পূর্ণাঙ্গ ইনস্টিটিউট করার দাবিতে গতকালও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার রাজধানীর নিউ মার্কেট মোড়ে মহাসমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে। গতকাল বুধবার বিক্ষোভ কর্মসূচি থেকে এ ঘোষণা দেন আন্দোলনের অন্যতম সমন্বয়কারী ইশরাত জাহান।

গত সোমবার থেকে নিউ মার্কেট মোড় অবরোধ করে কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা।

গতকাল সকাল সোয়া ১১টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে নীলক্ষেত মোড় (নিউ মার্কেট মোড়) অবরোধ করে শিক্ষার্থীরা। দুপুর পৌনে ২টা পর্যন্ত মোড় অবরোধ করে রাখে তারা। সে সময় আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। নিউ মার্কেট মোড় হয়ে আজিমপুর, ঢাকা বিশ্ববিদ্যালয় ও মিরপুরগামী সড়কে যান চলাচল বন্ধ থাকে।মন্তব্য