kalerkantho


সিইসি বললেন

গাইবান্ধা-১ আসনে উপনির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে

গাইবান্ধা প্রতিনিধি   

১৬ মার্চ, ২০১৭ ০০:০০জাতীয় সংসদের ২৯, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে আগামী ২২ মার্চ অনুষ্ঠেয় উপনির্বাচন অবাধ নিরপেক্ষ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। ভোটাররা যাতে অবাধে এবং নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে ব্যাপারে নির্বাচন কমিশন প্রয়োজনীয় সব পদেক্ষপ গ্রহণ করেছে। এ কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। গাইবান্ধা-১ আসনের উপনির্বাচন উপলক্ষে গতকাল বুধবার গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা ও উপজেলা পর্যায়ের নির্বাচনী কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা এবং প্রার্থীদের সঙ্গে আইন-শৃঙ্খলাবিষয়ক এক সভায় দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, যেহেতু সুন্দরগঞ্জের এই নির্বাচন বর্তমান নির্বাচন কমিশনের প্রথম জাতীয় নির্বাচন তাই এ নির্বাচনকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে। এই নির্বাচনের মাধ্যমেই নির্বাচন কমিশন একটি বার্তা ছড়িয়ে দিতে চায় যে শুধু এই নির্বাচন নয়, বর্তমান নির্বাচন কমিশনের আওতায় সব নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে সম্পন্ন হবে।মন্তব্য