kalerkantho


মিথ্যা অভিযোগে ফাঁসানোর চেষ্টা

প্রথম কারো নামে মামলার সিদ্ধান্ত দুদকের

নিজস্ব প্রতিবেদক   

১৩ মার্চ, ২০১৭ ০০:০০মিথ্যা অভিযোগে অন্যকে ফাঁসানোর চেষ্টার অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য জানান, এ ধরনের অভিযোগে এটিই হবে দুদকের প্রথম কোনো মামলা।

মামলাটি হবে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির বরখাস্ত ক্রেডিট সুপারভাইজর মো. আহসান হাবিবের বিরুদ্ধে। প্রণব কুমার ভট্টাচার্য জানান, গতকাল রবিবার মামলা দায়েরের সিদ্ধান্ত হয়েছে। আহসান হাবিব বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির পরিচালক মো. মাহমুদুল হোসেন খান ও ভারপ্রাপ্ত মহপরিচালক মো. নজরুল ইসলাম খানের বিরুদ্ধে সাড়ে পাঁচ লাখ টাকা ঘুষ নেওয়ার মিথ্যা অভিযোগ আনেন। আহসান হাবিব দাবি করেন, ২০০৮ সালে একাডেমির রিসার্চ ইনভেস্টিগেটর পদে নিয়োগের জন্য তাঁর কাছ থেকে ওই ঘুষ নেওয়া হয়। এ অভিযোগে তিনি ২০১৪ সালে আদালতে মামলাও করেন। অভিযোগ অনুসন্ধানের জন্য মামলাটি দুদকে পাঠান আদালত। অনুসন্ধানে আহসান হাবিবের অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়।

দুদক জানায়, ২০০৮ সালে পল্লী উন্নয়ন একাডেমি এ রকম পদে নিয়োগের কোনো বিজ্ঞপ্তি দেয়নি।মন্তব্য