kalerkantho


টিআই জরিপ

জলবায়ু তহবিলের অর্থ খরচে বাংলাদেশের অবস্থান ‘মোটামুটি’

নিজস্ব প্রতিবেদক   

১৩ মার্চ, ২০১৭ ০০:০০জলবায়ু তহবিলের আওতায় অভিযোজন খাতে এখন পর্যন্ত যে টাকা খরচ হয়েছে, তাতে সুশাসনের মাপকাঠিতে বাংলাদেশের অবস্থান ‘মোটামুটি’। অর্থাৎ খারাপও নয়, আবার পুরোপুরি সন্তোষজনকও নয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) এক জরিপে এ তথ্য উঠে এসেছে। জার্মানিভিত্তিক সংস্থাটি বাংলাদেশ ও মালদ্বীপে জলবায়ু অভিযোজন অর্থায়ন নিয়ে করা জরিপের ফল গতকাল রবিবার প্রকাশ করে। বাংলাদেশ অংশের প্রতিবেদনটি প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

জরিপে দেখা গেছে, জলবায়ু তহবিলের অভিযোজন অর্থায়নে সুশাসনের মাপকাঠিতে স্কোর ৫-এর মধ্যে বাংলাদেশ পেয়েছে ৩.০৯। টিআইবির ভাষ্য মতে, এই ফল মোটামুটি। অর্থাৎ টাকা খরচ ভালোভাবে হয়নি, আবার খুব খারাপও হয়নি। মাঝামাঝি। জরিপের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতে গতকাল ধানমণ্ডির মাইডাস সেন্টারে এক কর্মশালার আয়োজন করে টিআইবি।মন্তব্য