kalerkantho


সিলেটে আ স ম রব

সুশাসনের অভাবে দেশে মৌলবাদের উত্থান ঘটেছে

সিলেট অফিস   

১২ মার্চ, ২০১৭ ০০:০০জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব বলেছেন, ‘সুষ্ঠু পরিবেশ থাকলে আগামী নির্বাচনে তাঁর দল এককভাবে অংশ নেবে। নির্বাচনে ৩০০ আসনে নিজেদের প্রার্থী দেওয়ার পরিকল্পনা আমাদের রয়েছে।’

গতকাল শনিবার দুপুরে সিলেটের দলের বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে রব এসব কথা বলেন। নগরের শহীদ সোলেমান হলে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন জেএসডির সিলেট জেলা আহ্বায়ক মনির উদ্দিন মাস্টার।

আব্দুর রব আরো বলেন, ‘সুশাসনের অভাবেই দেশে মৌলবাদের উত্থান ঘটেছে। দেশে এখন গণতন্ত্র ও সুশাসন কোনোটাই নেই। বিচার বিভাগের স্বাধীনতা বলা হলেও বাস্তবে তা নেই।’

আ স ম রব বলেন, ‘আওয়ামী লীগ ও বিএনপির রাজনৈতিক জোটের বাইরে থাকা দলগুলোকে নিয়ে দেশের রাজনীতিতে তৃতীয় শক্তি গড়ে তুলতে হবে। এ উপলক্ষে দলের নেতাকর্মীদের মাঠপর্যায়ে সক্রিয় হতে হবে।মন্তব্য