kalerkantho


বাল্যবিবাহ নিরোধ বিলসহ তিনটি আইনে রাষ্ট্রপতির সম্মতি

নিজস্ব প্রতিবেদক   

১২ মার্চ, ২০১৭ ০০:০০জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে পাস হওয়া ‘বাল্যবিবাহ নিরোধ বিল-২০১৭’সহ তিনটি আইনে সম্মতি জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। পাস হওয়া অন্য দুটি বিল

হলো ব্যাটালিয়ন আনসার (সংশোধন)-২০১৭ ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা কাউন্সিল বিল-২০১৭। রাষ্ট্রপতির সম্মতির মধ্য দিয়ে বিলটি আইনে পরিণত হলো।

গতকাল শনিবার জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গত ২৭ ফেব্রুয়ারি সংসদ অধিবেশনে বিভিন্ন মহলের আপত্তি সত্ত্বেও তবে বিধান বহাল রেখে বহুল আলোচিত ‘বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭’ পাস হয়। ওই বিলের বিধান অনুসারে বিয়ের বয়স নির্ধারণে পুরুষরাও মেয়েদের মতো বিশেষ প্রেক্ষাপটে ছাড় পাবেন।মন্তব্য