ঢাকার উত্তরায় স্কুল ছাত্র আদনান কবীর হত্যায় ‘দোষ স্বীকার’ করে আদালতে জবানবন্দি দিয়েছে তিন তরুণ। এরা হলো রাজন মোহাম্মদ হৃদয়, শাকিল সরকার ও ফখরুল ইসলাম শ্রাবণ। গত বুধবার রাতে টঙ্গী এলাকা থেকে তাদের গ্রেপ্তারের কথা জানায় পুলিশ।
গতকাল বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম এ কে এম মইনুদ্দীন ও সাজ্জাদুর রহমানের খাসকামরায় দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তিনজন জবানবন্দি দেয়। পরে তাদের কারাগারে পাঠান বিচারক।
উত্তরায় কিশোরদের কথিত দুই গ্রুপ ‘ডিসকো বয়েজ’ ও ‘নাইনস্টার’-এর দ্বন্দ্বে আদনান খুন হয় বলে পুলিশের ভাষ্য। এ হত্যাকাণ্ডে এর আগে গ্রেপ্তার ১৯ জনের মধ্যে ১১ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের