kalerkantho


দুর্নীতি মামলায় সাজা

আপিল করেছে ডা. ইকবালের পরিবার

নিজস্ব প্রতিবেদক   

১০ মার্চ, ২০১৭ ০০:০০দুর্নীতি মামলায় সাজা হওয়ার পর হাইকোর্টে আপিল করেছেন আওয়ামী লীগ থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য ডা. এইচ বি এম ইকবালের পরিবারের সদস্যরা। গতকাল বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আপিল করেন ডা. ইকবালের স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে। একই সঙ্গে তাঁরা জামিনের আবেদনও করেছেন।

সম্পদের হিসাব চেয়ে ডা. ইকবালকে ২০০৭ সালে নোটিশ দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরপর কমিশনের পক্ষ থেকে মামলা হয়। মামলায় জাতীয় সংসদ ভবনসংলগ্ন এমপি হোস্টেলে স্থাপিত বিশেষ জজ আদালত ২০০৮ সালের ১১ মার্চ রায় দেন। রায়ে ইকবালকে অবৈধ উপায়ে সম্পদ অর্জনের দায়ে ১০ বছর কারাদণ্ড এবং সম্পদের তথ্য গোপন করার দায়ে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া তাঁকে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়। রায়ে অবৈধভাবে সম্পদ অর্জনে ইকবালকে সহযোগিতার দায়ে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েকে তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়। এ মামলায় ইকবাল ২০১০ সালের ২৮ ফেব্রুয়ারি নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন। নিম্ন আদালত তাঁকে কারাগারে পাঠান। পরে তিনি হাইকোর্ট থেকে জামিন নেন এবং কারাগার থেকে মুক্তি পান। এরপর ইকবাল নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন। ২০১১ সালের ১৮ জানুয়ারি হাইকোর্ট তাঁকে খালাস দেন। ২০১৫ সালের ১১ জানুয়ারি তাঁর বিরুদ্ধে আপিল না চালাতে আবেদন করে দুদক।

এ মামলায় ইকবালের স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে আত্মগোপনেই ছিলেন। এরই মধ্যে এক আবেদনে হাইকোর্ট তাঁদের সাজার কার্যকারিতা স্থগিত করেন। ২০১০ সালের নভেম্বরে এর মেয়াদ শেষ হয়। দীর্ঘদিন পর ওই স্থগিতাদেশের মেয়াদ বাড়াতে হাইকোর্টে আবারও আবেদন করা হয়। গত ১৮ অক্টোবর হাইকোর্ট এক আদেশে সাজা স্থগিতাদেশের মেয়াদ আরো ছয় মাস বাড়িয়ে দেন। এ অবস্থায় হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে গত বছর ১৫ নভেম্বর আপিল বিভাগে আবেদন করে দুদক। এ আবেদনের ওপর শুনানি শেষে ওই বছরের ২৭ নভেম্বর হাইকোর্টের আদেশ বাতিল হয়। এ অবস্থায় আপিল বিভাগের নির্দেশনা অনুসারে তাঁরা বুধবার নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন।মন্তব্য