kalerkantho


সংসদীয় কমিটির বৈঠক

এ মাসেই প্যানেলভুক্ত সব শিক্ষকের নিয়োগ সম্পন্নের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক   

৯ মার্চ, ২০১৭ ০০:০০চলতি মার্চ মাসের ৩০ তারিখের মধ্যে প্যানেলভুক্ত সব শিক্ষকের নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার সুপারিশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির বৈঠকে প্রাথমিক বিদ্যালয়গুলোতে শূন্য থাকা প্রধান শিক্ষকের পদগুলো নিয়ম অনুযায়ী পদোন্নতির মাধ্যমে পূরণ করারও সুপারিশ করা হয়েছে।

জাতীয় সংসদ ভবনে গতকাল বুধবার অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মোতাহার হোসেন। কমিটির সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইন, আবুল কালাম, আলী আজম ও মোহাম্মদ ইলিয়াছ এবং প্রাথমিক ও গণশিক্ষা সচিব মোহাম্মদ আসিফ উজ জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।

কমিটি সূত্র জানায়, প্রাথমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণি চালুকরণ, তৃতীয় ধাপে স্কুল সরকারীকরণ ও শিক্ষকদের আত্তীকরণ এবং প্রাথমিক বিদ্যালয়ে মিডডে মিল চালুর বিষয়ে বৈঠকে আলোচনা হয়।মন্তব্য