kalerkantho


এরশাদ বললেন

কয়েক দিনের মধ্যেই নতুন জোট ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   

৭ মার্চ, ২০১৭ ০০:০০একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী কয়েক দিনের মধ্যেই নতুন জোট ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, ‘দেশের জনগণ ও বিভিন্ন রাজনৈতিক দল আজ আওয়ামী লীগ-বিএনপির প্রতি আস্থা রাখতে পারছে না। জাতীয় পার্টিই একমাত্র জাতীয়তাবাদী শক্তি, ইসলামী মূল্যবোধ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। তাই অনেক রাজনৈতিক দল জাতীয় পার্টির সঙ্গে জোট করার আগ্রহ প্রকাশ করেছে। আমরা কয়েক দিনের মধ্যেই এই নতুন জোটের ঘোষণা দেব।’

গতকাল সোমবার দুপুরে জাপার বনানী কার্যালয়ে টাঙ্গাইলের মধুপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা নুরুল ইসলাম রাজ ও আহসান খান রাজের নেতৃত্বে তিন শতাধিক নেতাকর্মীর জাপাতে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এরশাদ এসব কথা বলেন। মন্তব্য