kalerkantho


রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ

নবীনদের প্রেমময় সাফল্য চান নির্মলেন্দু গুণ

রংপুর অফিস   

৭ মার্চ, ২০১৭ ০০:০০দেশবরেণ্য কবি নির্মলেন্দু গুণ বলেছেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ বিশ্বের সেরা ভাষণ। কারণ বিশ্বের সেরা যত ভাষণ আছে, তার মধ্যে একমাত্র বঙ্গবন্ধুর ভাষণ আজও প্রাসঙ্গিক। এই ভাষণ জীবিত ও অনন্য।’ গতকাল সোমবার রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় তিনি নবীন শিক্ষার্থীদের আনন্দময়, প্রেমময় ও সাফল্যময় ভবিষ্যৎ কামনা করেন।

গতকাল এ অনুষ্ঠানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নতুন শিক্ষার্থীদের বরণ করা হয়। এতে দেশবরেণ্য ব্যক্তি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য দেন কবি নির্মলেন্দু গুণ।

অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমাদের বেগম রোকেয়ার চেতনা লালন করতে হবে। তাঁর সম্পর্কে গবেষণা করতে হবে।’মন্তব্য