kalerkantho


নোটিশ বোর্ড

ড. মিলান আইইউবির উপ-উপাচার্য

৬ মার্চ, ২০১৭ ০০:০০ড. মিলান আইইউবির উপ-উপাচার্য

ড. মিলান পাগন

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মিলান পাগন। বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সম্প্রতি তাঁকে এ পদে নিয়োগ দেন। ড. পাগন ২০০২ সালে স্লোভেনিয়ার ম্যারিবোর বিশ্ববিদ্যালয়ের সংগঠন ও ব্যবস্থাপনার পূর্ণাঙ্গ অধ্যাপক নিয়োজিত হন। তিনি আইওয়া বিশ্ববিদ্যালয়ের হেনরি বি টিপি কলেজ অব বিজনেসের ব্যবস্থাপনা ও সংগঠন বিভাগের খণ্ডকালীন শিক্ষকও ছিলেন। অধ্যাপক পাগন স্লোভেনিয়ার ম্যারিবোর বিশ্ববিদ্যালয় থেকে সংগঠন বিজ্ঞানে এসসিডি ডিগ্রি এবং যুক্তরাষ্ট্রের আরকানসাস বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এর আগে তিনি বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। সংবাদ বিজ্ঞপ্তি।মন্তব্য