kalerkantho


পদ্মা-মেঘনায় দুই মাস মাছ ধরা নিষিদ্ধ

চাঁদপুর প্রতিনিধি   

১ মার্চ, ২০১৭ ০০:০০চাঁদপুরের পদ্মা-মেঘনাসহ ইলিশের পাঁচটি অভয়াশ্রমে আজ বুধবার থেকে দুই মাস সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। জাটকা সংরক্ষণ করে ইলিশের উত্পাদন বাড়াতে অন্য বছরের মতো এবারও এমন সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন জেলা মত্স্য কর্মকর্তা সফিকুর রহমান।

গত সোমবার সন্ধ্যায় সফিকুর রহমান কালের কণ্ঠকে বলেন, ১ মার্চ থেকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত শুধু চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীই নয়, ইলিশ বিচরণ করে এমন পাঁচটি অভয়াশ্রমে কোনো ধরনের মাছ ধরতে দেওয়া হবে না জেলেদের। এ জন্য প্রশাসন, মত্স্য বিভাগ, কোস্ট গার্ড ও নৌ পুলিশ নদীতে কঠোর নজরদারি করবে।

চাঁদপুর জেলা মত্স্য কর্মকর্তা আরো জানান, দুই মাসের জন্য বেকার থাকা জেলার প্রায় ৪২ হাজার জেলেকে চাল, টাকা ও অন্যান্য সহযোগিতা দেওয়া হবে।মন্তব্য