kalerkantho


যৌন হয়রানির দায়ে ঢাবির শিক্ষক বরখাস্ত

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

২৮ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০যৌন নিপীড়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাহাদাৎ হোসেনকে বরখাস্ত করা হয়েছে। গতকাল সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়।

সিন্ডিকেট সদস্য ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আখতারুজ্জামান কালের কণ্ঠকে বলেন, ‘যৌন হয়রানির অভিযোগে ওই শিক্ষককে বরখাস্ত করা হয়েছে।’

গত বছরের ২৭ জুন সমাজবিজ্ঞান বিভাগের দুই ছাত্রী অধ্যাপক সাহাদাতের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছিলেন। তখন ওই অধ্যাপককে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছিল। অভিযোগ তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল বিশ্ববিদ্যালয়ের নারী নির্যাতনবিরোধী সেলকে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় গতকাল তাঁকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। মন্তব্য