kalerkantho


৩ তরুণ আটক

সিলেটে সংস্কৃতি উৎসবে বিশৃঙ্খলার চেষ্টা, পুলিশের গুলি

সিলেট অফিস   

২৮ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০সিলেট নগরের মাছিপুরের আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে চলমান বেঙ্গল সাংস্কৃতিক উৎসবের মূল ফটকের বাইরে উচ্ছৃঙ্খল এক দল তরুণের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ তিনজনকে আটক করলেও তাদের পরিচয় জানা যায়নি। গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

সিলেট কোতোয়ালি থানার ওসি সুহেল আহাম্মদ জানান, সোমবার বিকেলে বেঙ্গল উৎসবের মুজতবা আলী মঞ্চে আয়নাবাজি চলচ্চিত্রের প্রদর্শনী চলছিল। এ সময় কয়েকজন তরুণ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। তাদের মধ্য থেকে তিনজনকে ধরে উৎসবস্থলের বাইরে নিয়ে আসে পুলিশ। উৎসবস্থলের মূল ফটকের বাইরে আটক একজনকে জিজ্ঞাসাবাদের সময় ২০-২২ জন তরুণ মিলে পুলিশের ওপর হামলা চালায়।মন্তব্য