kalerkantho


গুম ঠেকাতে উদ্যোগ চায় জাতিসংঘের বিশেষজ্ঞ গ্রুপ

কূটনৈতিক প্রতিবেদক   

২৫ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞদের একটি গ্রুপ ক্রমবর্ধমান গুম ঠেকাতে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে। বাংলাদেশে তিনজন যুদ্ধাপরাধীর সন্তানদের গত আগস্ট মাসে গুম হওয়ার কথিত অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল শুক্রবার জেনেভায় এক বিবৃতিতে ওই গ্রুপটি এ আহ্বান জানায়।

গুমবিষয়ক জাতিসংঘের ওই ওয়ার্কিং গ্রুপ সুনির্দিষ্টভাবে গুম হওয়ার ওই অভিযোগগুলো তদন্তেরও আহ্বান জানিয়েছে। জাতিসংঘের স্পেশাল র‍্যাপোর্টিয়ার নিলস মেলজার, মেইনা কিয়াই, অ্যাগনেস ক্যালামার্ড ও দিয়েগো গার্সিয়া-সাভান ওই আহ্বানকে সমর্থন করেছেন।

গুমবিষয়ক জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপ বলেছে, কয়েক বছর আগে বাংলাদেশে গুমের সংখ্যা কম থাকলেও এখন তা বাড়ছে। বর্তমানে গুমের ঘটনা ৪০ ছাড়িয়ে গেছে।মন্তব্য